ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে জানুন

  • Home
  • ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে জানুন
blog-img
  • Oct 2020, 08:57 PM

ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে জানুন

ফ্রিল্যান্সিং মূলত যখন কোনো ব্যক্তি নিজের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকেই একাধিক গ্রাহকের কাজ  করে, তখন এই কাজকে ফ্রিল্যান্সিং বলা হয়। আর যে ব্যাক্তি ফ্রিল্যান্সিং কাজ করেন, তিনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেখানে আপনি আপনার ইচ্ছে মতো কাজ করতে পারেন। সাধারনত  চাকরি  থেকে এখানে আরেকটি  বিষয়ের  ভিন্ন আলাদা হচ্ছে সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং এর নিদিষ্ট কোনো অফিস নেই মূলত আপনার বাড়ি হচ্ছে অফিস। এছাড়া ইন্টারনেট ব্যাবস্থা যদি ভালো থাকে যেকোনো জায়গায় কাজ করতে পারেন।

সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিলসমুহ:

ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে অসংখ্য ধরনের কাজ রয়েছে। তবে কিছু স্কিল বা দক্ষতা বর্তমানে ফ্রিল্যান্সিং করে অনেক দক্ষতা অর্জন করা যায়। সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং স্কিলসমুহ হলোঃ

  • ডিজাইনার
  • রাইটার বা কপিরাইটার
  • ডাটা এন্ট্রি
  • মার্কেটিং প্রফেশনাল
  • ট্রান্সলেটর
  • ভিডিওগ্রাফার
  • একাউন্ট্যান্ট
  • এসইও প্রফেশনাল
  • পিআর ও ব্র্যান্ডিং
  • ডেভলপার / কোডার / প্রোগ্রামার

ফ্রিল্যান্সিং শিখবো কিভাবে? 

ফ্রিল্যান্সিং শেখা মানে মূলত ফ্রিল্যান্সিংয়ে যে কাজ করা হয়, সে সম্পর্কে দক্ষতা অর্জন করাকে বুঝানো হয়। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য বা ফ্রিল্যান্সিং শেখার জন্য উপরে উল্লিখিত বা আপনার পছন্দের যেকোনো একটি দক্ষতা নির্বাচন করুন। ফ্রিল্যান্সিং স্কিল শেখার জন্য যেতে পারেন কোনো কোচিং সেন্টারে। তবে বর্তমানে ঘরে বসেই অনলাইনে করা যায় ওয়ার্ল্ড ক্লাস সব কোর্স। এছাড়াও ইউটিউবেও ফ্রিল্যান্সিং করার মতো স্কিল শেখার যথেষ্ট সুযোগ রয়েছে।

একজন সফল ফ্রিল্যান্সার হবেন কিভাবে?

একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে   আপনাকে কিছু গুরত্বপূর্ণ বিষয় ধারণা রাখতে হবে । এগুলো নিচে দেওয়া হলো :

  • নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করার সক্ষমতা কতটুকু তা নিশ্চিত করুন। দক্ষতায় কম থাকলে তা শেখার মাধ্যমে পূরণ করুন। একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে যে ভুলগুলো এড়িয়ে চলা দরকার সেগুলোর সম্পর্কে সচেতন থাকতে হবে।
  • আপনার যোগাযোগের স্কিলকে উন্নত করতে হবে। ফ্রিল্যান্সিং কাজে অসংখ্য মানুষের সাথে যোগাযোগ প্রয়োজন হতে পারে । সেক্ষেত্রে সবার সাথে ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে  আপনার যোগায্গে  স্কিল উন্নত করতে হবে।
  • আপনার কথাবার্তা  ক্ষেত্রেই আপনার পেশাদারিত্বকে বেশি  গুরুত্ব দিতে হবে। আপনার পেশাদারিত্বকে যদি ক্ল্যায়িন্ট গুরত্ব দেন তবে একই ক্ল্যায়িন্ট বার বার আপনার কাছে ফিরিয়ে আসবে।