
সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও আমাদের কার্যক্রম
কিছু কথা
আপনি আপনার ব্যাবসাটাকে এগিয়ে নিতে চাওয়ার যে স্বপ্ন দেখছেন তা শুধুমাত্র ভাবনায় সীমাবদ্ধ করে রাখলে আপনি সফলতার মুখ দেখবেন কি? কি মনে হচ্ছে কথাটা শুনে? অবাক হচ্ছেন? এটা মোটেই অবাক হবার মতো বিষয় নয়। একটু গভীরভাবে ভাবুন। আমরা শুরু থেকেই চেয়ে এসেছি বাংলাদেশের প্রেক্ষাপটে একজন ব্যাবসায়ী অন্য সবার চেয়ে কিভাবে এগিয়ে থাকতে পারে তার কিছু সুক্ষ কারণ খুঁজে বের করার। এরই ধারাবাহিকতায় আমরা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে এ পর্যন্ত ২৫৭ টি প্রফেশোনাল কাজ করেছি। আমাদের সোশ্যাল মিডিয়া সার্ভিসেস এ আপনাকে স্বাগতম।
কেনো আপনার সোশ্যাল মিডিয়া সার্ভিস এজেন্সির সাহায্য দরকার
যদিও ভাবনা থেকেই শুরু যেকোনো উদ্যগের তবু শুধু ভেবে রাখলেই তা পরিপূর্ণতা পায় না। প্রয়োজন পড়ে সঠিক সময়ে সঠিক স্বিদ্ধান্ত নেবার যোগ্যতা। আপনার পেইজ এর রিচ কেন কমে যাচ্ছে এই প্রশ্ন টা হয়তো আপনার মাথায়ও আসেনি, অথচ এর উত্তর খুজতে গেলেই আপনি শিখতে পারতেন এই সম্পর্কিত আরো কিছু বিষয় যার সাথে আপনার ব্যাবসার লাভ-ক্ষতি সরাসরি জড়িত। অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি জানতে পারলেন অনেক দেরিতে। ততক্ষণে হয়ত আপনি এমন একটি অবস্থায় পৌঁছে গেছেন যখন আপনি আর আপনার ক্রেডিট ব্যালান্স নিয়ে ভাবার আগ্রহ হারিয়েছেন। এর ফলাফল স্বরূপ হতাশায় হয়তো প্রভাব পড়ে গেছে আপনার পুরো প্রজেক্টের উপরে।
ডিজিটাল মার্কেটিং ও আপনার অবস্থান
আপনি হয়তো ভেবেছিলেন আপনার পার্টনার বন্ধুর তো অনেক অভিজ্ঞতা, আপনি তার কাঁধের উপড়ে ভর করে পৌঁছে যাবেন সাফল্যের দাঁড়-গোঁড়ায়। কিন্তু বাস্তবতা আপনার শেষ দৃশ্যটি নিজেই এডিট করে আপনার ইচ্ছার বিপরীতে আপনারই বিপক্ষে রায় দিয়েছে । কারণ আপনি আপনার ব্যাবসায় পদক্ষেপগুলি সময় মতো এবং সঠিকভাবে নিতে পারেন নি। প্রতিটি ব্যাবসার জন্যে আলাদা স্ট্র্যাটেজি তৈরি করতে হয়। এ বিষয়ে এক মুহূর্তের উদাসীনতা আপনাকে নিয়ে যেতে পারে ভরাডুবির চূড়ান্ত সীমায়।
বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটি জনপ্রিয় মাধ্যম। এখানে আপনার ব্যাবসার মান বাড়াতে এবং আপনার অবস্থান শতভাগ নিশ্চিত করতে আমরা আপনার জন্যে যা যা করতে পারি তাঁর একটি তালিকা নিচে দেওয়া হলোঃ
- আপনার ব্র্যান্ড বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ডিজিটাল মার্কেটিং
- আপনার প্রডাক্ট রিলেটেড ক্রিয়েটিভ কনটেন্ট তৈরি করা
- রিয়েল টাইম ডাটা ড্রাইভেন এনালাইসিস
- প্রোডাক্ট রিলেটেড কপিরাইট ফ্রী কাস্টম ইমেজ মেকিং
- বিজনেস বেইজড প্রফেশোনাল কন্টেন্ট তৈরি
- সঠিক সময়ে সঠিক স্বিদ্ধান্ত সহ প্রমোশন বা বুস্টিং (বুস্ট হলো প্রমোশনের অংশ)।
- সঠিক অডিয়েন্স নির্বাচন, এনালাইসিস ও এর উপরে ভিত্তি করে স্ট্র্যাটেজি মেক করে তার সঠিক বাস্তবায়ন।
- ব্র্যান্ড এ্যাওয়ারনেস, সাথে প্রডাক্ট এ্যাওয়ারনেস।
- বিজনেস ও প্রডাক্ট রিলেটেড প্রফেশোনাল ভিডিও কনটেন্ট তৈরি
- সাপ্তাহিক মাস্টার রিপোর্ট।
- সেল ইনক্রিজ এর জন্যে নানাবিধ কৌশল ও তার বাস্তবায়ন।
- ওয়েব সাইট তৈরি ও তার জন্যে ক্রিয়েটিভ ডোমেইন সিলেকশান।
- ওয়েব সাইট ডিজাইন
- এস ই ও রিলেটেড সাপোর্ট
- ফেসবুক এবং ইউটিউব এর মনিজাটাইজেশনের জন্যে সঠিক গাইড লাইন
উল্লেখিত বিষয় গুলোর যে কোন একটি বাদ পরা মানে আপনার ব্যাবসার জন্যে একটি ক্ষতির কারণ। আপনি এগুলোর যেকোনো একটিকে অবহেলা করলে এটি হবে আপনার বড় বোকামী। আপনার ব্যাবসাকে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের সাপোর্ট গুলো সহ এর বাইরেও সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়ক অনেক ধরনের বিষয় নিয়ে সমস্ত রকমের সাপোর্ট পাবেন আমাদের কাছে। এর বাইরে কিছু থাকলে বা জানার প্রয়োজনবোধ করলে আমাদের অফিসে সরাসরি যোগাযোগের জন্যে বিশেষ ভাবে অনুরোধ করছি।
দেশের যে প্রান্তেই থাকুন না কেন, আপনার ব্যবসার মার্কেটিং এর দায়িত্ব দিন আমাদের উপর। আমরা থাকবো আপনার পাশে ছায়ার মতো, সব সময়-সব খানে।
Pingback: এডুলাইফ ডিজিটাল মার্কেটিং কোর্স - এডুলাইফ ইউনিভার্সিটি
Pingback: Facebook Business Page Needed to make For professional purposes?