
সার্ভে জাঙ্কি সাইট সম্পর্কে যে কথাগুলো না বললেই নয়ঃ
সার্ভে জাঙ্কি তে এখন অনেকেই কাজ করছেন। কিছুদিন আগেও এই সাইটে একাউন্ট করলে সার্ভে শো করতো না। বর্তমানে এই সমস্যাটি আর নেই। এখন অনেকের কাছেই এই সাইট সম্পর্কে কনফিউজিং কিছু কোয়েশ্চেন আছে যার জন্যে কাজ করতে সাহস পাচ্ছেন না।সহজ ভাবে বলে দেই সার্ভে অনশ্চয়তার একটি পেশা। এই পেশা তে আসতে হলে প্রথমেই আপনার মন কে শক্ত করে নিয়ে কাজে নামতে হবে। এটা ফুল টাইম ইনকাম এর উৎস নয়। এখন আসি জাঙ্কি এর বিষয়ে। একজন আমেরিকান ব্যাক্তি হিসেবে একটি প্রোফাইল নিজেই তৈরি করুন।
প্রথমেই আপনার এড্রেস লাগবে না। শুধু একটা জিপ কোড লাগবে। একটি ইমেইল তৈরি করে সাইন আপ করে ইমেইল ভেরিফাই করে নিন। প্রথমে যে প্রোফাইল আসবে সেটা পূরণ করুন।১৫০ পয়েন্ট এর এক্সটেনশান এড করবেন না ভুলেও। এবার সার্ভে করতে শুরু করুন। অবশ্যই সবুজ রঙ এর ডায়মন্ড সার্ভে গুলো। অন্যগুলো এভোয়েড করুন। সার্ভে মাঝে মাঝে ছেড়ে দিলে ১/২/৫ পয়েন্ট এর প্রোফাইল সার্ভে আসতে থাকবে। এগুলো করবেন না। বক্স টি ক্লোজ করে দিন।
এই ছোট ছোট সার্ভে গুলো আপনার ড্যাশবোর্ড এ প্রথমেই শো করবে। ভুলেও এই গুলো করবেন না।আপনার প্রোফাইল সার্ভে করতে করতে অটো নিয়ে নেবে। কালেক্টেড ইনফরমেশান দিয়ে একাউন্ট তৈরি করুন। এস এস এন লাগবে না। ৫ ডলার হয়ে গেলেই ফোন ভেরিফিকেশান করে নিন। অনেকে আছেন ৪০ ডলার করে ফেলেছেন কিন্তু ফোন ভেরিফাই করেন নি।এরকম হলে আপনি টাকা তুলতে পারবেন না।
জাঙ্কি একাউন্ট ৫-১০ ডলার ব্যালান্স থাকা অবস্থায় ফোন ভেরিফাই করে নিতে হয়। ভেরিফিকেশান করার জন্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তারপরে একটানা কাজ। কমপক্ষে ২০ ডলার করে ফেলুন। বাজার পরিস্থিতি জেনে নিন।কোন ব্যাঙ্ক এ বর্তমানে উইথড্র হচ্ছে। সেই ব্যাঙ্ক নিয়ে উইথড্র দিয়ে দিন। এভাবে টেকনিক্যাল সব বিষয় লিখে বোঝানো কস্টকর। এমন কিছু জিনিস আছে যা লিখে বোঝানো যায় না বা অজান্তেই কিছু জিনিস বাদ পড়ে যেতেই পারে। তাই পরামর্শের জন্যে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এ জন্যে কোন চার্জ বা ফি দেওয়া লাগবেনা।
উল্লেক্ষ্য , এখানে আমি আমার ব্যাক্তিগত মতামত প্রদান করেছি। মানুষ ভুলের উর্ধে নয়। আমার ভুল হলে কমেন্ট বক্স ফাঁকা আছে। লিখতে কার্পণ্য করবেন না।
সবার সফলতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।
Leave a Comment